অন্তরালে

একটি বিয়ে (আগষ্ট ২০১৯)

মোহাম্মদ আল-আমিন
  • ৬৮
একদিন শহর আলাদা হবে।
একদিন সংসার আলাদা হবে।
হয়ত যে পথে চলেছি অনেক দিন
কিংবা হাজার বছর যে পথে চলার কথা ছিল,
সেটিও আলাদা হবে৷
মাথার উপরের ছায়াগুলো ভিন্ন হবে!
ভরসা,আস্থা,বিশ্বাস সেটিও যে ভিন্ন রবে।
যখন রাতের তারা দেখে আমার চোখ জুড়াবে,
কিন্তু সেখানে শুধুই আমার আমিত্ববোধ!
এমনটা কি হবার কথা ছিল?
দুটো প্রাণ যখন দু'দিকে
সময়, স্রোতের বিপরীতে,
কোন এক আজানা রহস্যে
নিমজ্জিত হয়ে যায়
ভালোবাসা কি তখন মিলনে
পরিণত হয়!!

স্বপ্ন শুরু থেকেই হয়েছে অপমৃত্যু
কালের বিবর্তনে শুধুই বেড়েছে দূরত্ব
তবুও মানুষ মিলন খোঁজে
রাতের চাঁদ আর দিনের সূর্য
কি মিলতে পেরেছে??
মনের মাঝে আকুতি, আর্তচিৎকারে
শ্বাসরুদ্ধকর স্বপ্নের বেড়াজালে
অনেক তো চেয়েছি মিলাতে
কিন্তু কোথায়?
কোথায় সেই
মিলনের স্বপ্ন !
দিন শেষে আমার রাজত্বে
আমি একাই রাজা! অথচ যেখানে
একটি "তুমি" খুব প্রয়োজন
যেখানে কোন আকুতি থাকবে না
দূরত্ব থাকবে না!
শুধুই থাকবে ভালোবাসার মিলন
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রঙ পেন্সিল দারুন লিখেছেন। অনেক শুভকামনা রেখে গেলাম।
মোঃ নুরেআলম সিদ্দিকী আসলে রাতের চাঁদ আর দিনের সূর্য যখন সমীকরণ মিলাতে পারবো, তখন আর কি লাগে..... হা হা। অসাধারণ ভাই। শুভ কামনানও ভোট থাকলো।।
মোহাম্মদ আল-আমিন নাজমুল ভাই এবং রাজু ভাই আপনাদের কে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি
নাজমুল হুসাইন দিন শেষে আমার রাজত্বে আমি একাই রাজা! অথচ যেখানে একটি "তুমি" খুব প্রয়োজন।ভালো লাগা রইলো ভাই।
নাজমুল ভাই আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি
রুহুল আমীন রাজু সুন্দর কবিতা। শুভেচ্ছা নিরন্তর।
রাজু ভাই আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি৷

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবির মন আজ বিষাদের বেদনায় আসক্ত৷ তার অন্তরের গভীর বেদনা বেড়ে যাচ্ছে৷ কবি তার প্রিয়তমা কে পেতে অনেক প্রতীক্ষা করলেও সেই মিলন সুখের হয় নি৷ তাই কবির ভারাক্রান্ত মন কে শান্ত করার জন্য এবং কিছু একটির শুন্যতা যে কবিকে পোড়ায় সেই আবেগ থেকেই কবির এই কবিতাটি রচনা

২২ জুন - ২০১৯ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪